বগুড়ার আদমদীঘিতে ইরামতি খালে সোহাগ আলী (২০) নামের এক মাদকাসক্ত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নশরতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহাগ নরশতপুরের ধনতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সোহাগ উপজেলার নশরতপুরের ইরামতি খালে মাছ ধরেন এবং একটি খামার দেখাশুনা করেন। দুর্গাপূজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করে তার কাজে ফেরার সময় খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরের দিন সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভাসমান লাশটি উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, নিহত ওই যুবক মাদকাসক্ত ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করে খালে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ