ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বেউরঝারী সীমান্তের জিরো লাইনের একটি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলাম উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে।
আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিহত সফিকুলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা সফিকুলের সঙ্গীরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও শফিকুকের জীবন রক্ষা হয়নি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নেয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এসআর