মাগুরা সদর উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছে
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চালকের নাম পরিচয় জানা যায় নি।
পুলিশ জানায়, ফরিদপুর থেকে একটি ইক্রোবাসটি খুলনার দিকে যাওয়া সময় মাগুরা সদর উপজেলার পথে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর কেষ্টপুর এলাকায় পৌঁছলে ঢাকামুখি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমআই/শিরোনাম বিডি