নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ. বাতেন (৬০) নামে মসজিদের ইমাম নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার বিশাউতি মসজিদে ঢুকে দুর্বৃত্তরা ছরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
সোমবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক।
নিহত আ. বাতেন উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ার বছির পণ্ডিতের ছেলে।
তিনি বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি রংছাতি দাখিল মাদরাসার সহ-সুপারের দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাওলানা আ. বাতেন বিশাউতি মসজিদে ঘুমিয়ে ছিলেন। রাতে কে বা কারা মসজিদে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তিনি মসজিদ থেকে চিৎকার দেন। পরে লোকজন এগিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। স্থানীয়রা তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার সকালে তিনি মারা যান।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, আ. বাতেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তার বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ছেলে বদিউজ্জামান বদি বলেন, ‘খবর পেয়ে কলমাকান্দা হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসকরা বাবাকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠান।
সোমবার সকালে বাবা মারা যান। বাবাকে যারা খুন করেছে তাদের বিচার চাই।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যালের মর্গে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।