“ছেলে ভালো, তবে পেঁয়াজ খায়’’- কারো বিপক্ষে বলতে হলে কোনো কোনো অঞ্চলে এইভাবেই বলে। একটা নাটক আছে “সেই রকম চিনিখোর”। এখন নাটক চলছে “সেই রকম পেঁয়াজখোর”।
পেঁয়াজের মূল্য সংকটের কারণে মিডিয়ায় প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এই জাতি এতদিন শুধু পেঁয়াজ খেয়েই বেঁচে ছিল। পেঁয়াজের মূল্য সংকটের কারণে এখন তাদের বাঁচা মরা সমস্যা হয়ে গেছে। টিভিতে একজনকে দেখলাম পেঁয়াজ কিনতে না পেরে হাউমাউ করে কান্না কাটি করছে। ওনার কান্না দেখে রিপোর্টারও তার চোখে মুখের আবেগকে কন্ট্রোল করতে পারেনি।
পেঁয়াজ নিয়ে এত্তো এত্তো আবেগ এর আগে কোনো জাতি কখনো দেখেনি।
পরিচিতি: প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি।
লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত।
এএস/শিরোনাম বিডি