ভোলার ৩ থানায় ২ দিনে পুলিশের পৃথক পৃথক ৫টি অভিযানে ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১৯ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ভোলা মডেল থানা সূত্র জানায়, গত ৩১ মে দুপুর ২টা ২০ মিনিটে ভোলা গোয়েন্দা শাখার এসআই শংকর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন পৌর ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবু মুছা গোলদারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মোশারেফ হোসেনকে (৪০) ১২ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেছেন।
ওই দিন বেলা আড়াইটায় চরফ্যাশন থানার এসআই মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের জনৈক ভুট্টোর দোকানের সামনে অভিযান চালিয়ে লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ ৪নং ওয়ার্ডের আঃ করিমের ছেলে মোঃ আঃ হালিম (২৫) ও চর মাদ্রাজ ইউনিয়নের পূর্ব মাদ্রাজ গ্রামের ৭নং ওয়র্ডের মৃত আঃ মালেক মাতুব্বর এর ছেলে ছিদ্দিকুর রহমান ভুট্টোকে (৩০) ১৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন।
ওই দিন রাত ৭টা ২৫ মিনিটে ভোলা গোয়েন্দা শাখার এসআই আবু জাফর বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন শিবপুর ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লামছিপাতা ৫নং ওয়ার্ডের মোঃ নিরব মিয়ার ছেলে আরিফুল হাসান ওরফে রায়হান (২৪), জাহাঙ্গীর মিয়ার ছেলে যুবায়ের হোসেন (২৬), আবুল বাশারের ছেলে মোঃ রবিউল হাসান ওরফে শাকিলকে (২৫) ৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন।
একই দিন রাত্র ১১টা ৫মিনিটে ভোলা গোয়েন্দা শাখার এসআই কাজী আল আমিন ও সঙ্গীয় ফোর্স বোরহান উদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারের ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে বোরহান উদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ রাফসানকে (২৭) ৭৫ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেন।
এদিকে ভোলা জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, গত ২৯ মে রাত ৯টা ৫৫মিনিটে এসআই মিলন হালদার, এসআই শংকর কুমার ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের সাচিয়া ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাচিয়া ১নং ওয়ার্ডের মৃত নুরুজ্জামান সুকুর এর ছেলে মোঃ রনিকে (২৫) ১০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেছেন।
ভোলা সদর মডেল থানা, বোরহান উদ্দিন থানা ও চরফ্যাশন থানা সূত্র জানায়, পৃথক পৃথক ৫টি অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস