আজ মঙ্গলবার ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পালিত হয়েছে। অনুষ্ঠানটি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
ছাত্রনেতা জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় ও সভাপতি হোসাইন মুহাম্মদ সুমন খানের সভাপতিত্বে কর্মসূচি পালিত হয়।সমাবেশটিতে কর্মসূচির মধ্যে ছিলো দলীয় পতাকা উত্তোলন,কেক কাটা ও মৃতপ্রায় গনতন্ত্র পুনরুদ্ধার করা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার জসিম উদ্দিন, সহ সভাপতি গোলাম কবির স্বপন,উপদেষ্টা মন্ডলির সদস্য নুরে আলম হক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন সহ আরো অনেক নেতা কর্মি উপস্থিত ছিলেন।
সর্বোপরি সভাপতি মহোদয়ের ভাষনের মাধ্যমে সমাবেশটির সমাপ্তি ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এসআর