কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে নিচে নামতে গিয়ে প্রায় দুই শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টে এ ঘটনা ঘটে।
আমির শার্ট গার্মেন্টেসের কর্মী জসিম উদ্দিন জানান, ভূমিকম্পের সময় গার্মেন্টের একটি দেয়ালে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘আহতদের চিকিৎসায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা দুই শতাধিক হবে। সংখ্যাটি আরো বাড়তে পারে।
এ ছাড়া একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হচ্ছে। যারা বেশি আহত হয়েছেন, তাঁদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ সহযোগিতা করছে।
’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘দেয়াল ধসেনি। তাড়াহুড়ো করে বের হওয়ার সময় পড়ে গিয়ে সবাই আহত হয়েছেন।’
ভিন্নবার্তা ডটকম/এন