রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকার জামালকোট বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ৬ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় একঘণ্টা পর সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস