1. jashimsarkar1980@gmail.com : admin : jashim sarkar
  2. naim@vinnabarta.com : admin_naim :
  3. admin_pial@vinnabarta.com : admin_pial :
  4. admin-1@vinnabarta.com : admin : admin
  5. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  6. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
"ভালোবাসা খুঁজি" - |ভিন্নবার্তা
“ভালোবাসা খুঁজি”

হাশেম খান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২ ৭:৩০ অপরাহ্ন

এই ভূবনে হরেক রকম ভালোবাসা আছে ,
ভালোবাসা খুজো মিছে দুষ্টু লোকের কাছে ।
লোকে বলে ভালোবাসা সে কি গাছে ফলে ?
ভালোবাসা নিষ্ঠুর অতি ভাসাই চোঁখের জলে ।
আমি বলি তোমরা বন্ধু ভাবছো কেনো মিছে ?
মায়ের কাছেই আঁচল ভরা ভালোবাসা আছে ।
ভালোবাসা খুজো তুমি ফুল পাখিদের কাছে ,
পাখির গানে ফুলের ঘ্রাণে ভালোবাসা আছে ।
খুঁজে দেখো ভালোবাসা ঝরনা জলের কাছে ,
বনফুলেরা ঝাঁপিয়ে পরেই খিলখিলিয়ে হাসে ।
মিছে ভালোবাসা খোঁজো রঙ্গীন পানির মাঝে ,
ভালোবাসা আছে দেখো সকল ভালো কাজে ।
সকালের সোনা রোদে মধুর ভালোবাসা আছে ,
যার পরশে শিশির বিন্দু মুক্তা ছড়ায় দূর্বাঘাসে ।
মুয়াজ্জিনের আযানে মধুর ভালোবাসা আছে ,
এমন ভালোবাসা পাবেনা অন্য কারোর কাছে ।
জলের কাছেও মিষ্টি মধুর ভালোবাসা আছে ,
ভেবে দেখো কোন প্রানী জল ছাড়া কি বাঁচে ?
ভালোবাসা আছে দেখো নৌকা মাঝির গানে ,
মাঠ ছড়ানো কনক ধানে চাষির সজীব প্রাণে ।
আহ্ কি মধুর ভালোবাসা শিশুদের কচি মনে ,
ভালোবাসা খুঁজে নিও বন্ধু পবিত্র কোরআনে ।
প্রকৃতির মাঝে দেখো প্রকৃত ভালোবাসা আছে ,
লাল গালিচায় ভালোবাসা খুঁজেছো বন্ধু মিছে ।
ভালোবাসা খুঁজেছি মিছে খাঁচার পাখির মাঝে ,
ভালো কাজেই ভালোবাসা খুজো সকাল সাঁঝে ।
সত্য আলোর সঠিক পথেই ভালোাবাসা আছে ,
মধুকর যেমন মৌ পিয়াসি সকল ফুলের কাছে ।
এসো স্রষ্টা প্রেমে সৃষ্টির মাঝে ভালোবাসা খুঁজি ,
নিরহংকার হৃদয় হোক বন্ধু ভালোবাসার পুঁজি ।

ভিন্নবার্তা ডটকম/এনআরো
মাসিক আর্কাইভ