বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই দিন ধরেই দেশে বৃষ্টি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ভারতের গোপালপুর ও পারাদ্বীপের মধ্য দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। তবে উপকূল অতিক্রম করলেও নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সাগর উত্তাল থাকায় দেশের তিন সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতও বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগের জন্য ৪৮ ঘণ্টার ভারি বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে নদ-নদীর পানি বেড়ে ফেনী জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাময়িকভাবে প্লাবিত হতে পারে চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, ‘গভীর নিম্নচাপটি ভারতের উপকূল অতিক্রম করেছে। তবে দেশের ওপর বর্ষা সক্রিয় থাকায় আরো দুই-একদিন দেশে বৃষ্টি বেশি থাকতে পারে।’
আজও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ৭৯ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় ৭৩ মিলিমিটার ও ফেনীতে ৬৯ মিনিট মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবারও দেশের সব বিভাগের বেশির ভাগ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামী শনিবার থেকে কিছুটা কমতে পারে বৃষ্টিপাতের বিস্তৃতি। সামগ্রিকভাবে আগামী রবিবার পর্যন্ত দেশে বৃষ্টি বেশি থাকতে পারে। সোমবার থেকে তা অনেকটাই কমতে পারে।
পাহাড়ধস ও জলাবদ্ধতার শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর ভারি বর্ষণের সতর্কবার্তায় জানিয়েছে, গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির আশঙ্কাও রয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051