কানপুর টেস্টে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ভারত। পাঁচ দিনের মধ্যে আড়াই দিন গিলে ফেলেছিল বৃষ্টি। তারপরেও এক সেশন আগেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এমন হারের পর হতাশ বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। দলের এমন ব্যর্থতায় হতাশ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
হারের পর সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন অ্যাপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’
ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে হাথুরু আরও বলেন, ‘এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েক জন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।’
দলের ব্যাটিং অর্ডার নিয়ে হাথুরুর ভাষ্য, ‘মুমিনুল, মুশফিক ও লিটনকে ব্যাটিং অর্ডারের উপরে খেলানো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি। লিটন কিপিং করে। এই ম্যাচে ৬ এর বদলে ৫ এ নেমেছে। বোলার ব্যাটার সবাই আমার খেলোয়াড়, তুলনা করা ঠিক হবে না।’
ভিন্নবার্তা ডটকম/এন