1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতের উত্তরাখণ্ডে বাস গভীর খাদে পড়ে নিহত ২০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ১:১৭ pm

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের আলমোড়া-সল্ট অঞ্চলে এক মর্মান্তিক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে কুপির কাছে মার্চুলা এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৬ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল এবং পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। তাৎক্ষণিক ভাবে শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে। আহত যাত্রীদের কাছের একটি হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তিনি এক্স (আগের টুইটার)-এর পোস্টে লেখেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যু সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দল দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ