মন্থর ও টার্নিং উইকেটে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ ছিল না। আড়াইশ ছাড়ানো রান তাড়ায় তবু ভালোভাবেই পথে ছিল ভারত।
কিন্তু পথ হারিয়ে তারা যেতে পারল না লক্ষ্যের ধারেকাছে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে লড়ে গেলেন বিরাট কোহলি; হাঁকিয়েছেন অর্ধশতকও। লড়াই করেছেন হার্দিক পান্ডিয়াও। তবে জেতাতে পারেননি সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে হারে স্বাগতিকরা। প্রথম ম্যাচ তারা জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শেষ ম্যাচও নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে তারা।
বুধবার তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২৪৮ রানেই থেমে যায় ভারত। একইসঙ্গে চার বছর পর ঘরের মাটিতে সিরিজ হারার তোতো স্বাদ পেতে হয় তাদের। সর্বশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছেই পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে ৩-২ হেরেছিল তারা।
ভিন্নবার্তা/এমএসআই