আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিদায়ে নিষ্প্রভ হয়ে গেলো ক্রিস গেইলের বিস্ফোরক ব্যাটিং। চার-ছক্কার পসরা সাজিয়ে এই মৌসুমে আর ভক্তদের বিনোদিত করতে পারবেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তবে বিদায় নিলেও তার সব সমর্থকদের বিশেষ বার্তা দিলেন গেইল।
টুইটারে গেইল লিখেছেন, ‘দয়া করে আইপিএল দেখতে থাকুন, যদিও আমার মৌসুম শেষ হয়ে গেছে। ধন্যবাদ।’ সত্যিই বিনোদন দিয়ে গেছেন গেইল। প্রথম সাত ম্যাচ দলের বাইরে ছিলেন। আর গেইলের আগমনে পুরোপুরি পাল্টে যায় পাঞ্জাব।
সাত ম্যাচ খেলে ৪১.১৪ গড়ে ২৮৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরিসহ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছিল ৯৯ রানের অসাধারণ ইনিংস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ