ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- কাঞ্চনপুর এলাকার ধরনি দাসের ছেলে দিশু দাস (৫৯) ও গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র দাস (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাছ ধরা শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুইজন জেলে সকালে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন