বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা এলাকায় নিজ ঘরে বোমা তৈরি করতে গিয়ে গুরুতর আহত হয়েছে রাকিব মাল (১৮) নামে এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাকিব মাল ওই এলাকার কালাম মালের ছেলে এবং একটি ওয়ার্কশপে চাকরি করে।
জানা গেছে, ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন। ১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিল সে। এসময় সেটা বিস্ফোরণ হলে বিকট শব্দ হয়। পরে এলাকাবাসী ওই বাসায় গেলে রাকিবকে গুরুতর আহত দেখতে পায় এবং তার বাম পা এবং দুই হাত বেশ জখম হয়। তবে স্থানীয়রা জানায়, এই পরিবারের সদস্যরা প্রায় সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, রাকিব বোমা বানানোর চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার ঘর তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং আহত রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই