ভারতে প্রবেশকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। বুধবার সন্ধ্যায় পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তিনজন করে নারী ও পুরুষ এবং এক শিশুকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে আটক করে।
আটক রোহিঙ্গারা হলো- আব্দুল হালিম(৩৫), কাওছার আলী(২২), খুশি বেগম(২১) সৈয়দুল কাউসার(২০), কোনাইসা বিবি(২০), সালমান (৮) এবং দিলজান খাতুন(১৬)। তারা প্রত্যেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ