আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের সূচি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এজন্য দুটি গ্রুপে পাঁচটি করে ১০টি দল অংশ নেবে।
গ্রুপ ‘এ’ তে দুইবারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ ‘বি’ তে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রেখে এই সূচি নির্ধারণ করেছে আইসিসি।
ভিন্নবার্তা ডটকম/এন