1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের আগের দিনের অনুভূতি শেয়ার করলেন তানিয়া বৃষ্টি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৯ am

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তার অভিনীত নাটকগুলো নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা অল্প সময়েই দর্শকমহলে জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি বেশ কিছু নাটক নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

এই ব্যস্ততার মধ্যেই তিনি অংশ নিচ্ছেন নতুন একটি ধারাবাহিক নাটকে। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘মায়ার বাঁধন’ নামে একটি পারিবারিক নাটক, যেখানে তানিয়া বৃষ্টি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র ‘মায়া’র ভূমিকায়। নাটকে তাকে দেখা যাবে কনে সাজে, একটি বিয়ের দৃশ্যেও থাকছেন তিনি।

শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাটকের গল্প নিয়ে তানিয়া বলেন, “অনেকদিন পর কোনো ধারাবাহিকে কাজ করছি। গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে। এটা একটি পুরোপুরি পারিবারিক গল্প, যেখানে আমার চরিত্রের নাম মায়া। নাটকে তার বিয়ে হচ্ছে, সেই অংশের শুটিং চলছে এখন।”

বিয়ের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “অন-স্ক্রিন বহুবার কনের সাজে দেখা গেছে আমাকে, অনেকবার হলুদের দৃশ্যে কাজ করেছি। তাই ব্যাপারটা নতুন না হলেও, প্রতিটি চরিত্র আলাদা – সেই জায়গা থেকেই প্রতিবারই আলাদা অনুভূতি হয়।”

নাটকের প্রেক্ষাপট থেকে নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে বিয়ের আগের দিনের অনুভূতি প্রসঙ্গে তানিয়া বলেন, “যদি ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হয়, তাহলে তো সে অনুভূতিটাই আলাদা, অনেক সুন্দর। তবে যদি অ্যারেঞ্জড ম্যারেজও হয়, যেমন এই গল্পে দেখা যাবে, সেখানেও এক ধরনের উত্তেজনা কাজ করে। মায়া চরিত্রটা যেমন একদিকে খুব এক্সাইটেড, আবার অন্যদিকে একটু নার্ভাসও। কারণ, সে তার পরিচিত জীবনটা ছেড়ে নতুন একটা পরিবারে পা রাখছে।”

নার্ভাসনেসের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “পরিবার ছেড়ে আসার একটা আবেগ তো থাকেই। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? সেটা নিয়ে ভেতরে ভেতরে একটা দোটানা কাজ করে। এই জায়গাটাই চরিত্রটাকে ইন্টারেস্টিং করে তুলেছে।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

মাসিক আর্কাইভ