ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে চালু হচ্ছে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম। ফলে স্টেশনে কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে পারবে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণকাজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ম. শরিফুল আলম।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেয়া হয়েছে আজ থেকে। এখন নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি এবং এসব স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবে।
বৃহস্পতিবার সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী নেয়া চালু হওয়ায় এসব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা থেকে বিক্রি হবে।
উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর গত ৩১ মে থেকে কয়েক দফায় ট্রেন চলাচল শুরু হলেও ঢাকা বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, নরসিংদী স্টেশনে যাত্রা বিরতি বন্ধ ছিল, যা আজ থেকে চালু করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআর