বিবেকের আবাদ
কাটবে বিবাদ
শান্তির পূর্বাভাস
মানবতার বিকাশ।
থাকলে সৎ
পাবে সুপথ
বিবেক উজ্জীবন
সঠিক দর্শন
মধুময় জীবন।
থাকলে অসৎ
পাবে কুপথ
বিবেক দুর্বল
কুপ্রবৃত্তি সবল
অপূর্ণ দর্শন
অনন্ত দহন
মরুময় জীবন ।
করো গ্রহণ
বিবেক দর্শন
সত্য পরিস্ফুটন,
জীবন যৌবন
ক্ষণিক মাত্র
থাকবে পবিত্র।
ভিন্নবার্তা ডটকম/এন