“কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি”
তুমি ছিলে বলে
– নুরে আলম মুকতা
তুমি আছ বলে —–
আজও আমরা গান গাইতে ভুলিনি,
তুমি ছিলে বলে
এখনও আমরা
হারিয়ে কোথাও যাইনি।
তুমি ছিলে বলে
বাংলা কথা রা
প্রেম নিবেদন করছে ,
তুমি আছ বলে
এখনও মেয়েটি হলুদ শাড়িতে
গাইছে।
তুমি ছিলে বলে এখনও আমি
কৃষ্ণচূড়ার তলে,
ওর জন্য খোঁপার ফুল
নিয়ে যাই কোন ছলে।
তুমি আছ বলে চর্যাপদের
শ্লোকগুলো কথা বলে,
তুমি ছিলে বলে
এখনও নাচি
অসীম নট্যম তালে ।
তুমি আছ বলে
ভরাট গলায় মঞ্চ কাঁপায়
আমি,
তুমি ছিলে বলে
গান গেয়ে যাই
সমস্ত দিবস যামী ।
তুমি ছিলে বলে আমার
প্রেমের শ্লোক গুলো
ভুল হয়নি ,
তুমি লিখেছ বলে
আমার কথার
কখনও অভাব
হয়নি ।
তোমার জন্য আমার হৃদয়ে
বাংলার স্রোত চলে ,
তাইতো আমার চোখ দুটো
আজও
ভালোবাসাবাসি বলে ।