নড়াইলে বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মোঃ জুলহাস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) নড়াইল আদালত সড়কে বেলা ১১টায় নড়াইল জেলা সকল সাংবাদিক,সুশিল সমাজ, নানা শ্রেনী পেশার মানুষের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে জেলার সংবাদ কর্মীরা ছাড়াও আইনজীবী, কবি, সমাজ কর্মীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেন। বিজয় টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জামি এর সঞ্চালনায় করেন।
এ সময় বক্তব্য দেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাভোকেট নজরুল ইসলাম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাংবাদিক ওবায়দুর রহমান, সাংবাদিক সাথী তালুকদার, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির রিন্টু।
বক্তারা, জুলহাসসহ যে সকল সাংবাদিক কে হত্যা ও নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়।
ভিন্নবার্তা/এসআর