বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) আরো অ্যান্টিবডি কিট সরবরাহ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের চাহিদা অনুযায়ী আরো ৯০টি অ্যান্টিবডি কিট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ।
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট জি আর কোভিড-১৯ র্যাপিড ডট বল্ট প্রকল্পের সমন্বয়কারী ডা. অধ্যাপক মহিব উল্লাহ খোন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আরো ৫০০ সেলাইভা কালেকশন ডিভাইস জমা দেওয়া হবে। আর সেটা বৃহস্পতিবারের মধ্যে আমরা দিতে পারব।
তবে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যান্টিবডি কিটের ফলাফল জমা দিতে পুনরায় বিশেষভাবে অনুরোধ করেন অধ্যাপক মহিব উল্লাহ।
এর আগে গত সোমবার বিএসএমএমইউ কর্তৃপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার জন্য আরো কিটের চাহিদার কথা জানায়। তার পরই নতুন করে কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য কেন্দ্র।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ওই দিন গণমাধ্যমকে বলেন,গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। তবে সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরো কিছু কিট লাগবে। চাহিদা অনুযায়ী কিট জমা দিলে আগামী সপ্তাহের শুরুর দিকে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদন জানানো হতে পারে।