সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে জুয়েল মিয়া (২৭) নামের এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে ২৭ জুন শনিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকায়। নিহত জুয়েল মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাঘটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপরে জুয়েল মিয়া ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে যাদুকাটা নদীতে পাহাড়ি প্রবল বর্ষনের ফলে পাহাড়ি ঢলে পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে বাংলাদেশ সিমান্তের ১২০৩ নং আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে ভারত ঘোমাঘাট এলাকার প্রায় ৩শ’ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জুয়েল মিয়াকে লক্ষ করে গুলি করে। বিএসএফের গুলি খেয়ে জুয়েল মিয়া গুরতর আহত হয়।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তী করার পর রাত আনুমানিক ৯ টার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তাহিরপুর সিমান্তের লাউড়ের গড় বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।