বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল করোনা থেকে সেরে উঠেছেন।
দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার পর তারা ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ