বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
উপজেলা প্রতিবেদক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বিএনপি আন্দোলনের কথা বলে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে। তাদের সাথে দেশের জনগণ নেই, দেশের মানুষ যাকে ক্ষমতায় বসাবে সেই দল ক্ষমতায় আসবে। বিএনপির নেতাকর্মীরা দুর্নীতি করতে বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যোগ দিচ্ছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে প্রায় আট’শ প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সারা জীবন দুর্নীতি করেছে। মানি লন্ডারিং করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দলের নেতাকর্মীরা। বিএনপির সাথে থেকে আর লাভ নেই জেনে তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে।
তিনি আরো বলেন, বিএনপি কোন ঈদের পর আন্দোলন করবে তা তারা নিজেই জানে না। আওয়ামীলীগ হুংকারে ভয় পায় না এটা তারা এখনো বুঝতে পারে নি।
এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ানসহ আরো অনেকে।
এনআই/শিরোনাম বিডি