বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে, আর জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা চুরি করলে দেশে এতো এতো উন্নয়ন সম্ভব হতো না। বিএনপি ক্ষমতায় গেলে আবারও দেশকে দেউলিয়া করে দেবে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ওয়ারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপির দুটি গুন- দূর্নীতি আর মানুষ খুন। তাদের হাতে ক্ষমতা গেলে দেশে আবারও জঙ্গিবাদ বেড়ে যাবে, সাম্প্রদায়িকতা বেড়ে যাবে। তা হতে দেবে না আওয়ামী লীগ। জনপ্রিয়তা প্রমাণ করতে হলে নির্বাচনে এসে প্রমাণ দিতে হবে। মুখে বড় বড় কথা বলে লাভ হবে না।
ভিন্নবার্তা ডটকম/এন