নেত্রকোনা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতর্ৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় মিছিল সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কতর্ৃক ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুবদলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার আহবান জানান রনি।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মী ও কয়েক শত সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন