যিনি (আল্লাহ) স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, আবার তাকিয়ে দেখ কোনো ত্রুটি দেখতে পাও কি না? অতঃপর তুমি বার বার তাকাও কোনো ত্রুটি না পেয়ে তোমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। (সূরা আল মূলক্ ৩ ও ৪ আয়াত)