নেত্রকোনা প্রতিনিধি: সদ্য কারামুক্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নিজ জেলা নেত্রকোনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসায় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এই কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসাইন বাদশাহ’র উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসায় দলীয় নেতাকর্মীসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে কোরআন খানি হয়।
দোয়া মাহফিলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ শরিফ উদ্দিন।
ভিন্নবার্তা ডটকম/এন