ভারতের দক্ষিণী অভিনেত্রী অপর্ণা নায়ার। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’-সহ বহু ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছিলেন।
হঠাৎ মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার সোনা বাচ্চা’। এর কিছুক্ষণের মধ্যেই তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলেছে, ইতোমধ্যে ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অপর্ণা। কী কারণে আত্মহত্যা করেছে নেপথ্যে কোনও প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তার বোন ঐশ্বর্যা বলেন, অপর্ণার শ্বশুরবাড়ির তরফে তাকে ফোনে জানানো হয় তার দিদি আত্মহত্যা করেছেন। যখন আমি ওই বাড়ি পৌঁছায় ওকে খাটে শোয়ানো ছিল।
তিনি জানান, হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কেন দিদির মৃত্যু হল সে ব্যাপারে তার কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন।
জানা যায়, দুই সন্তান ও স্বামীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন অপর্ণা। ঘটনার সময় তার ছোট মেয়ে ও স্বামী বাড়িতেই ছিলেন। এ ঘটনায় বাড়িতে থাকার পরও কেন কিছু জানতে পারেনি এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন