বদরুল হক
গাছগাছালি পাখপাখালি
দেখতে লাগে বেশ,
স্বপ্ন ভরা বাংলা মায়ের
নেইকো রূপের শেষ।
ছায়া ঢাকা পাখি ডাকা
সবুজ ঘেরা বন,
পুষ্প ছড়ায় মধুর সুবাস
জুড়ায় সবার মন।
পাহাড় হতে ঝর্ণা নামে
সাগর পানে যায়,
কী মনোহর দৃশ্য তারি
দেখতে সবে পায়।
দখিন বায়ে দুলতে থাকে
মাঠের কনক ধান,
সকাল-দুপুর-সাঁঝের বেলায়
শুনি পাখির গান।
এইখানেতে নদী-নালা
আপন বেগে বয়,
ষড়ঋতুর লীলা খেলা
বছর জুড়ে হয়।
রূপ মাধুরি হেরি সদা
যেদিক পানে চাই,
ছবির মতো দেশটি মোদের
তুলনা তার নাই।
ভিন্নবার্তা/এসআই