1. [email protected] : admin : jashim sarkar
  2. [email protected] : admin_naim :
  3. [email protected] : admin_pial :
  4. [email protected] : admin : admin
  5. [email protected] : Rumana Jaman : Rumana Jaman
  6. [email protected] : Saidul Islam : Saidul Islam
বরের সামনেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিলেন প্রেমিক! - |ভিন্নবার্তা

বরের সামনেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিলেন প্রেমিক!

vinnabarta.com
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২:১৮ pm

বিয়ের আসরে মালাবদলের সময় বরের সামনেই কনের সিঁথিতে সিঁদুর দিয়েছেন এক যুবক। সিঁদুর দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের এক বিয়ের অনুষ্ঠানে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিদুর দেওয়া ওই তরুণ কনের সাবেক প্রেমিক। তাকে বিয়ে না করায় বিয়ের আসরে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে প্রথমে কনের মাথায় হাত দেন ওই তরুণ। এ সময় বিষয়টি কেউ প্রথমে বুঝে উঠতে পারেননি। এরপর পকেট থেকে বের করেন সিঁদুর। তখনই কনে বাধা দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেওয়া হয় ওই যুবককে। এরপর কনের বাড়ির সদস্যরা মারমুখী হয়ে ওঠেন।
ভিন্নবার্তা ডটকম/এন

আরো পড়ুন

মাসিক আর্কাইভ

© All rights reserved © 2021 vinnabarta.com
Customized By Design Host BD