বরগুনার আমতলী উপজেলায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০), তারা একই গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।
পুলিশ জানায়, সকালে সোবাহান ও ইউসুফ বাজার করতে মোটরসাইকেলে করে খেকুয়ানী বাজারে যান। বাজার শেষে দুপুরে বাড়িতে ফিরছিলেন তারা। পথে বৃষ্টি শুরু হলে ডালাচারা গ্রামের জালাল চৌকিদার বাড়ীর দরজায় রেইন্টি গাছের নিচে অবস্থান নেন। এসময় ওই গাছের ওপরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বৃষ্টি শেষে স্থানীয় লোকজন বজ্রপাতে গাছ পুড়ে যাওয়ায় দৃশ্য দেখতে এসে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। পরে বাড়ির লোকজন এসে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (আমতলী উপজেলা) মোসা. মনিরা পারভীন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ওই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
এমআই/শিরোনাম বিডি