বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে বিএনপি। রোববার দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
শায়রুল জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বাক করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়। অবিলম্বে এই ত্রাণ কমিটির কার্যক্রম শুরু করা হবে।
ভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনগুলোর সবপর্যায়ের সব নেতা ও কর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশে বন্যা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।