বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্বের সঙ্গে নিজের নামকেও জড়িয়ে দিলেন যশোরের কৃতি সন্তান আকরাম। গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের লংজাম্পে ৭.৩৯ মিটার জাম্প দিয়ে রৌপ্যপদক জেতেন তিনি। আকরামের এই সাফল্যে তাঁর পরিবারের সদস্য ও যশোরবাসী খুবই আনন্দিত।
আকরামের গর্বিত বাবা হরুন রশীদ বলেন,, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে আমার ছেলে এস এ গেমসে ভাল করবে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য আকরাম সবার দোয়া চেয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস