ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্য পরিক্ষা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২২মার্চ) দুপুরে নিজস্ব হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরিক্ষা ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
এসময় বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ)আল আমিন রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে উল্লেখিত আয়োজন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরিক্ষা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন