বগুড়ায় অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- শহরের কাটনারপাড়া কামরুল হোসেনের ছেলে আরিফিন সৈকত(২৯) ও চকসুত্রাপুর চামড়া গুদাম লেনের সোহাগ সরকারের স্ত্রী রিমা খাতুন(৩২)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল শহরের কাটনারপাড়া করোনেশন স্কুলের পূর্ব পাশে অভিযান চালায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ আরিফিন সৈকতকে(২৯) গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে শহরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় সোহাগের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহাগের স্ত্রী রিমা খাতুন (৩২) তার বাড়ির দ্বিতীয় তলার ছাদে বালির স্তূপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন বের করে দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের নামে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএম/শিরোনাম বিডি