বকশীগঞ্জ উপজেলার নারী শিক্ষাপ্রতিষ্ঠান বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের জোর করে টিউশন করানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির কতিপয় অসাধু শিক্ষক ছাত্রীদের কে জিম্মি করে প্রাইভেট পড়ানোর বাধ্য করছেন। বিষয়টি নিয়ে অনেক ছাত্রীর অভিভাবকরা সন্তানের জিম্মিদশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এমন কর্মকাণ্ডে সহজ-সরল অভিভাবকরা তাদের সন্তানের জন্য বাড়তি টাকা ব্যয় করতে হিমশিম খাচ্ছেন। একই ভাবে বকশীগঞ্জ উপজেলার অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা টিউশন বানিজ্য জমজমাট করে তুলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন অভভাবকরা।
ভিন্নবার্তা/এসআই