ফ্রান্সে বিশ্বনবী ( সাঃ) এর ব্যাগ চিত্র প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। আজ ৩১ অক্টোবর বেলা ২ টায় সৈয়দপুর উপজেলার কাওমি মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থী, শিক্ষকসহ মুসলিম ধর্মপ্রান জনগোষ্ঠী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।
মিছিলটি শহরের পাইলট বাংলা হাইস্কুল মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রান কেন্দ্র ৫ মাথা মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সকল পন্য সামগ্রিই বর্জন করার দাবী নিয়ে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা, হাফেজ মাওলানা ইসমাঈল রেয়াজি, মাওলানা, হারুন রেয়াজি, মাওলানা মোহাম্মদ সদরউদ্দিন, মাওলানা মোহাম্মদ আবদুল কালাম সাহেব সহ অনেক আলেমে দ্বীন।
বক্তব্য বলেন, ইসলাম ধর্ম হলো শান্তির, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার করছে ভিন্ন ধর্মের জনগোষ্ঠী, ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর করেছে নাস্তিকেরা, কিন্তু এর পরেও সহ্য করে বিধর্মীদের উৎসবালয়ে আঘাত করেনি কোন মুসলমান। কিন্তু এবারে আর নয়, বিশ্বনবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে ফ্রান্স মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অতিসত্বর ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলিম দরবারে ক্ষমা না চাইলে, বাংলাদেশে নাস্তিকদের চিহ্ন রাখা হবে না। তাদের কোন পন্যও বাংলাদেশে রাখা চলবে না। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তারা।
ভিন্নবার্তা/এসআর