ভিন্নবার্তা প্রতিবেদক: সরকার ও আমলাদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু ৫২ কিংবা ’৭১ নয়, সেই ব্রিটিশ আমল থেকে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে গেছে, সেটাকে উপেক্ষা করে আজ আমরা একটা মুক্ত পরিবেশে এসেছি।
গণতন্ত্র আর বিএনপি সমার্থক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক দলীয় শাসন থেকে বহুদলীয় শাসন চালু করেছেন। আর দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। ভিশন ২০২৩ মাধ্যমে রাষ্ট্রের সংস্কারের জন্য রুপরেখা দিয়ে গেছেন।
তিনি বলেন, ছাত্র – জনতার অভ্যূথানের মধয়ে দিয়ে আমরা একটি সুযোগ পেয়েছি; এটা যেনো হেলায় হারিয়ে না ফেলি। তাইতো এই সরকারে যারা দায়িত্বে আছেন, তাদের বলতে চাই প্রসাশনে এখনো আওয়ামী ফ্যাসিস্টরা ওত পেতে আছে, তাদের প্রতিহত করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীদের সফল হতে দেয়া যাবে না। এ সময় ছাত্র- জনতার আন্দোলনে আহত নিহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/আরজে/ এন