মানুষ তাকে পছন্দ করেন না। তাই কমলা হ্যারিস দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের অপমান। এভাবেই ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে খোঁচা দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেন এবার নির্বাচনে জিতলে তিনিই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্ট। তাই পরবর্তী নির্বাচনে তিনি বয়সের কারণে লড়তে পারবেন না বলেই অনুমেয়। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন ভারতীয় বংশোদ্ভুত কমলা। তাই আগে থেকেই কমলাকে নর্থ ক্যারোলাইনার প্রচারে তোপ দাগলেন ট্রাম্প।
ছাড়লেন না জো বাইডেনকেও। তিনি বললেন, একটা বিষয় মনে রাখা খুব সহজ, বাইডেন যদি জেতে তাহলে চীনও জিতবে। খুব সাধারণ হিসেব। এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন আমরা দুনিয়ার ইতিহাসে সবথেকে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছিলাম। সেই অর্থনীতিতে তালা লাগাতে বাধ্য হয়েছিলাম চীন দেশি প্লেগের কারণে। এবার তা ফের খুলছি (অর্থনীতি)।
এরপরই ট্রাম্পের তোপ, মানুষ তাকে পছন্দ করে না। কেউ তাকে পছন্দ করে না। ও দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতেই পারে না। তাহলে দেশের জন্য অপমান।
ট্রাম্প বলেন, কমলা ভোটের দৌড় থেকে সরে গেছিলেন। তারপরও বাইডেন তাকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছে। বিষয়টি সত্যিই ‘আগ্রহজনক’। আসলে হিসেব করে দেখলে ক্যালিফোর্নিয়া তাদের জিততেই হবে। সে কারণেই কমলাকে নির্বাচন করেছে বাইডেন। কিন্তু তাকেই নির্বাচন উচিত, যে ভোটে এগিয়ে থাকবে।
ভিন্নবার্তা/এসআর