দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে জাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে ভিসির অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা।
এর আগে গত সোমবার সন্ধ্যায় একই দাবিতে জাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর দিন দুপুরে ভিসি ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অন্তত দশ জন আহত হয়। এঘটনার পরপর এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ। এছাড়া ওই দিন বিকেলে সাড়ে ৫টার মধ্যে হল ছাড়ারও নির্দেশনা দেয় প্রশাসন।
কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ মিছিল করতে থাকেন। এঘটনার পর বুধবার সকাল থেকে আবারো বিক্ষোভ মিশিল ও সমাবেশে উত্তাল থাকে বিশ্ববিদ্যালয়। পরে বিকেলে আবারো ভিসি অপসারণ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এঘটনায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্যের বাসভবনের সামনে কয়েক’শ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এএস/শিরোনাম বিডি