সাত দিন ধরে নিখোঁজ ঢাবিতে ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এসময় এ ঘটনায় জড়িত এক মহিলাকে আটক করেছে ডিবি। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।
মিশু বিশ্বাস বলেন, জিনিয়া এখন সুস্থ এবং স্বাভাবিক আছে। আবারও সে তার হাসিমুখ দিয়ে ক্যাম্পাস আলোকিত করবে, টিএসসির এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াবে।
ডিবির এই কর্মকর্তা বলেন, জিনিয়াকে একজন মহিলা সেখানে নিয়ে গিয়েছিল। তাকে আটক করা হয়েছে। তবে কেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।
এদিকে ঘটনার দিন সর্ম্পকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপরিচিত দুজন নারী জিনিয়াকে নিয়ে যায়। তবে ঘটনাস্থলের সবগুলো সিসিটিভি ক্যামেরা ছিলো অকার্যকর। তাই কারো খোঁজ বা দিক পাওয়া যায়নি।
জিনিয়ার মা বলেন, দুইটা মহিলার সঙ্গে চটপটি খেয়েছে। পরে আমি ওকে বললাম, জিনিয়া তুমি মায়ের সব ফুল বিক্রি করবা। এর কিছুক্ষণ পর এসে আর তাকে পাই নাই। এর আগেও জিনিয়ার বড় বোন নিখোঁজ হয়েছিলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা ক্যাম্পাসে যাদের আনাগোনা, জিনিয়ার মিষ্টি হাসির সঙ্গে পরিচিত তারা। বাবা নেই। ফুল বিক্রি করে মায়ের সংসারে অর্থের জোগান দিতো ৯ বছরের ছোট্ট জিনিয়া। টিএসসি এলাকায় খোলা আকাশের নিচেই তাদের বসবাস।
ভিন্নবার্তা/এমএসআই