প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাঁচ লাখ টাকা অনুদান পেলেন ফুটবলার উন্নতি খাতুন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে তার হাতে চেক তুলে দেন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
২০১৭ সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এ বছরের শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা উন্নতি খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছিলেন স্বর্ণপদক।
করোনাভাইরাসের কারণে ঝিনাই-দহের শৈলকুপায় উন্নতি চরম আর্থিক সংকটে পড়েন। মিডিয়ায় সেই খবর এলে উন্নতির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের দেয়া ২৪ হাজার টাকার মাসিক ক্রীড়া ভাতার চেকও উন্নতির হাতে তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস