ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পৌঁছেছে ইসরায়েলের তেল আবিবে। চলমান পরিস্থিতি থামানোর লক্ষ্যে ইসরায়েল,ফিলিস্তিন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন দূত হ্যাডি আমারের।
ফিলিস্তিনকে লক্ষ্য করে শনিবার সকালেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনে গেলো পাঁচদিনের সহিংসতা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংঘাত হিসেবে রেকর্ড করা হচ্ছে। নারী ও শিশুসহ এখন পর্যন্ত গাজায় ১২৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আর ইসরায়েলে মারা গেছে ৬ জন।
নতুন করে সংঘাতের শুরুটা হয়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর থেকে। এরপর ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়।
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা বাতিল হয়ে গেছে। এর আগে বুধবারও ওই বৈঠক আটকে দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ