ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনদের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ, সৈয়দপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশ-এর মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু, সাধারন সম্পাদক হাজী আজহার সুলতান, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, শাহ আউলিয়া মসজিতের খতিব সাবির হোসেন নূরী রিজভী, ঢেলাপীর আবাসন মসজিতের খতিব ইমাম মোরশেদুল ইসলাম রিজভী, সংগঠনের প্রচার সম্পাদক নওশাদ আনসারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরজু আশরাফী ও সদস্য নাদের ফাহিম। মানববন্ধনে ড. সৈয়দ এরশাদ আহমাদ আল-বুখারী ইসরাইলী পণ্য বজনের আহবান জানান।
মানববন্ধনের আগে সৈয়দপুর গোলাহাট পানির ট্যাক্সি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয় । মানববন্ধনে সকল পেশা শ্রেণির লোক অংশ গ্রহণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই