ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ঢাকায় আসার পথে প্ল্যাটফর্মেই সন্তান প্রসব করেছেন রুমা আক্তার (২২) নামের এক তরুণী। বর্তমানে মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ঢাকায় আসছিলেন অন্তঃসত্ত্বা রুমা। বিমানবন্দর রেল স্টেশনে আসার পর হঠাৎ প্রসব বেদনা শুরু হয় রুমার। পরে তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশের এসপি আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। রেলওয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করেছে।
ভিন্নবার্তা ডটকম/এন